সুকুমার পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন আল্লু অর্জুন। তার বিপরীতে ‘শ্রীবল্লী’ চরিত্র রূপায়ন করেন ভারতের প্রাক্তন ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। সিনেমাটিতে এ জুটির রসায়ন মুগ্ধ করে ভক্তদের। মুক্তির পর বক্স অফিসেও ঝড় তুলেছিল এটি।
প্রায় তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। পূর্বের ন্যায় ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামী ৫ ডিসেম্বর সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। টানা শুটিং নিয়ে যেমন ব্যস্ত ছিলেন, তেমনি প্রচারের কাজেও একইভাবে সময় ব্যয় করছেন এই জুটি। প্রচার অনুষ্ঠানে রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন আল্লু অর্জুন। পাশাপাশি এ-ও বললেন— ‘শ্রীবল্লী’ ছাড়া ‘পুষ্পা’ অসম্পূর্ণ!
‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আল্লু অর্জুন বলেন, “গত চারটি বছর আমি একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি। আর সে হলো— রাশমিকা মান্দানা, আমার শ্রীবল্লী। আমরা একটি পরিবারের মতো হয়ে গিয়েছি। আমি তার সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি।”