বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মার্শাল ল’জারি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে ইয়ুন বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করতে আমি জরুরি সামরিক আইন ঘোষণা করছি।
এসময় সামরিক আইনের মাধ্যমে মুক্ত ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলেও জানান তিনি।
দেশটির প্রেসিডেন্ট বলেন, জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রবিরোধীদের দ্বারা সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে জাতির স্থায়িত্ব নিশ্চিতের জন্য এটি (সামরিক শাসন) একটি অনিবার্য পদক্ষেপ।
এদিকে ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পাওয়ার পার্টির নেতা হান ডং-হুন সামরিক আইন জারির ঘোষণাকে একটি ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি, জনগণের পাশাপাশি সামরিক আইন ঘোষণার বিরোধিতা করবেন বলে জানান।
এছাড়াও প্রেসিডেন্ট ইয়ুনের ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে উদারপন্থী বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি।
২০২২ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ইয়ুন বিরোধী-নিয়ন্ত্রিত পার্লামেন্টের বিরুদ্ধে তার এজেন্ডা চাপিয়ে দিতে লড়াই করেছেন। আগামী বছরের বাজেট বিল নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে পিপলস পাওয়ার পার্টির টানাপোড়েন চলছিল।