Search
Close this search box.
Search
Close this search box.

আনিয়াং মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

iftar-mahfil-1024x360
বক্তব্য রাখছেন যথাক্রমে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত, কুয়েত রাষ্ট্রদূত এবং কেএমএফ সভাপতি

প্রবাস জীবনেও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কোন স্থান কালভেদে ফরজ কাজগুলো না মানার কোন উপায় নেই। কোরিয়ায় শত ব্যস্ততা, কাজের মাঝেও রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রমজান মাসে ইসলামের মৌলিক শিক্ষাগুলো নিয়ে পরবর্তী এগার মাস ভালভাবে চলার পথ সুগম করতে হবে। গত রবিবার কোরিয়ার অন্যতম প্রাচীন মসজিদ আনিয়াং মসজিদে ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ইফতার মাহফিলে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবির প্রধান অতিথি এবং কুয়েত রাষ্ট্রদূত জসিম মোহাম্মদ আল-বুদাইয়ি, কাতারের রাষ্ট্রদূত, কোরিয়া মুসলিম ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মসজিদ পরিচালনা কমিটির সদস্য তাজুল ইসলামের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মনির হোসাইন। আলোচনা পর্বে কোরিয়ার বিভিন্ন মসজিদের ইমামগণ আলোচনায় অংশ নেন। আলোচকবৃন্দ রমজানের গুরুত্ব, প্রবাসে ধর্মীয় অনুশাসন, বর্তমানে ফেসবুকের যুগে মুসলমানদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মাহফিলে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র সভাপতি আবুবকর সিদ্দিক রানা, সাধারণ সম্পাদক এম এন ইসলাম, বিসিকে নির্বাহী কমিটির সদস্য ছোটন আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ আল আমিন, আহসান উল্লাহ, মোহাম্মদ হোসাইন, হিজবুল আলম, মিরাজুল মোমিন প্রিন্স, আকিল আহমেদ, আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আনিয়াং মসজিদ কোরিয়ায় ইসলাম ধর্মের প্রচারসহ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে।

chardike-ad