জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিনের পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২৪৫ জন শিক্ষার্থী। সোমবার ( ১০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ প্রথম চার শিফটে ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মাধ্যমে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হবে। এই ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া আজ পঞ্চম শিফটে আইবিএ-জেইউ ইন্সটিটিউটের (ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫০টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন অন্তত ৯৪ জন শিক্ষার্থী।
ইউনিটভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী। এ ছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী।
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি।
‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।