জানা গেলো ব্যাটম্যান ২ শুটিং শুরুর সময়

 

chardike-ad

অস্কারজয়ী কোরীয় নির্মাতা বং জুন–হোর ‘মিকি ১৭’ সিনেমাটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। বর্তমানে বার্লিনে অভিনেতা হাজির হয়েছেন এই সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। আর সেখানেই জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে ‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমার শুটিং।

যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। অভিনেতা বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের গল্পের বিবরণ দিতে চাননি একদমই। তবে তিনি তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে, সিনেমাটি হবে ‘দুর্দান্ত’।

‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আরও আগেই। তবে প্যাটিনসন জানিয়েছেন, করোনার কারণে শিডিউল পেছাতে হয়েছে এবং তা এতদিন পর এসে শুরু হচ্ছে।

এর আগে ওয়ার্নার ব্রস জানিয়েছিলো ‘দ্য ব্যাটম্যান ২’ মুক্তির তারিখ ঘোষণা দিয়েছিলেন ২০২৬ সালের ২ অক্টোবর। কিন্তু শুটিং পিছিয়ে যাওয়ায় নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৭ সালের ১ অক্টোবর।

অবশ্য সিনেমার নির্মাতা ম্যাট রিভস এর আগে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে নিশ্চিত করেছিলেন যে, সিক্যুয়েলটির শুটিং ২০২৫ সালে শুরু হবে।

২০২২ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিলো যে, প্যাটিনসন এবং রিভস উভয়েই আবার একসঙ্গে আসছেন। অভিনেতাদের মধ্যে নাম অ্যান্ডি সার্কিস, জেফ্রি রাইট এবং কলিন ফারেলের নাম শোনা গিয়েছিলো তখন। আশা করা হচ্ছে, শেষপর্যন্ত তারাই সিনেমায় অভিনয় করবেন।

অন্যদিকে সার্কিস সম্প্রতি এই সিনেমায় কাজের ব্যাপারে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আমিও সকলের মতোই এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ম্যাট রিভস আমাকে ‘দ্য ব্যাটম্যান ২’-এর গল্প বলেছিলেন এবং আমি এর জন্য অপেক্ষায় ছিলাম।”

রিভস আরও জানিয়েছেন, সিক্যুয়েলটি প্রথম পর্বের গল্পের উপর ভিত্তি করেই নির্মিত হবে এবং এটি দর্শকদের অবাক করে দেবে। তিনি বলেন, ‘আমরা এমন কিছু করছি যা গল্পের শুরু থেকেই ছিল এবং আশা করি মানুষ সত্যিই খুব রোমাঞ্চিত হবে সিনেমাটি দেখে।’

বলা প্রয়োজন, আরেক বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের আসন্ন ‘ওডিসি’ সিনেমার শুটিংও খুব দ্রুতই শুরু করার কথা রয়েছে রবার্ট প্যাটিনসনের। তবে কীভাবে দু’টি সিনেমার শুটিং ব্যালেন্স করবেন সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা।

উল্লেখ্য, রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি লন্ডনে প্রিমিয়ার হয় এবং ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।