নারী ফুটবল দলে টালমাটাল পরিস্থিতিতে কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। বাটলারও তাদেরকে নিতে চাচ্ছিলেন না। অনেক নাটকীয়তার পর আবার অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দেন সাবিনারা। অভ্যন্তরীণ পরিবেশ এখন নিয়ন্ত্রণে থাকলেও ইংলিশ কোচ আরব আমিরাত সফরের জন্য অনেকটা নতুন দল চূড়ান্ত করেছেন।
আগেই জানা গিয়েছিল, সাবিনাসহ ১৮ ফুটবলারের বিদ্রোহের অবসান হলেও তারা এখনই বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন না। কিছুদিনের বিরতি চেয়েছেন তারা। যার ফলে সাবিনারা আপাতত ছুটিতে থাকবেন।
২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চের ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। সেখানে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ।
শুরু থেকেই ক্যাম্পে থাকা ১৩ ফুটবলারের সঙ্গে সাবিনা-সানজিদাদের জায়গা পূরণে বিভিন্ন ক্লাবের আরও ১০ ফুটবলার প্রথমবার লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। এছাড়া সর্বশেষ কাঠমান্ডু সাফের সাত ফুটবলার আছেন এই দলে। তাদের এদের মধ্যে ডিফেন্ডার আফিঈদা খন্দকারের হাতে উঠতে যাচ্ছে অধিনায়কত্বের আর্মব্যান্ড।
দল নিয়ে কোচ পিটার বাটলার বলেছেন, ‘এই দলটি তারুণ্য নির্ভর। এদের নিয়ে আমরা আরব আমিরাতে খেলতে যাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।’
বাংলাদেশ দল
গোলকিপার: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রায়।
রক্ষণভাগ : সুরমা জান্নাত, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মরিয়ম বিনতে, কানোম আক্তার।
মধ্যমাঠ : হালিমা আক্তার, স্বপ্না রানী, ঐশী খাতুন, মুনকি আক্তার, তনিমা বিশ্বাস, বন্যা খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন।
আক্রমণ : মোসাম্মৎ সুলতানা, সুরভী আকন্দ প্রীতি, নবীরণ খাতুন ও আকলিমা খাতুন।