চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। যদিও টস ভাগ্য শান্তদের পক্ষে হাসেনি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর সেমিফাইনালে যেতে বাকি দুই ম্যাচেই জিততে হবে বাংলাদেশের। আজ কিউইদের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। অপর দিকে, নিউজিল্যান্ড আজ জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত।
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের টিকে থাকার ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। আজকের নিউজিল্যান্ড ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদউল্লাহ থাকবেন তো বাংলাদেশের একাদশে?
গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। এটি যতটা না তার ব্যাটিং অনুশীলন ছিল, তার চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। মূলত তিনি পূর্ণমাত্রায় ব্যাটিং করতে পারছেন কিনা, সেটিই দেখা হয়েছে কালকের অনুশীলনে। দল সূত্রের খবর, মাহমুদউল্লাহ সে পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন। সূত্র আরও জানিয়েছে, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।
অতীত পরিসংখ্যান
দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ৪৫ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টি। বাকি ৩৩ ওয়ানডে জিতেছে কিউই দল। একটি ম্যাচে কোনও ফল আসেনি।
দুই দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের ডিসেম্বরে সেটা ছিল টাইগারদের বিদেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়। অবশ্য ২০১৭ সালের আগের আসরে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল টাইগাররা। ব্ল্যাক ক্যাপসরা টাইগারদের বিপক্ষে জিতেছিল ২০০২ সালের আসরে। টুর্নামেন্টে হেড-টু হেড রেকর্ড তাই সমান ১-১।