নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

 

chardike-ad

 

সংক্ষিপ্ত স্কোর: ৫০ ওভারে বাংলাদেশ ২৩৬/৯ (মোস্তাফিজ ৩*, নাহিদ ০*, জাকের ৪৫, তাসকিন ১০, রিশাদ ২৬, শান্ত ৭৭, তানজিদ ২৪, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর ব্যাট হাসলেও বাংলাদেশের পুঁজি হলো মাত্র ২৩৬ রানের। অধিনায়কের ব্যাটে এসেছে ৭৭ রানের ইনিংস। তারপর জাকের আলীর ব্যাটে আড়াইশর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু স্ট্রাইকে যাওয়ার জন্য অপ্রয়োজনীয় সিঙ্গেল নিতে গিয়ে তিনি রান আউট হন। তাতে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি হলো না তার। ৫৫ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৫ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করে বলার মতো ভূমিকা রাখেন। তাতে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ২৩৬ রান। তানজিদ হাসান তামিম করেন ২৪ রান।

নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল সর্বোচ্চ চার উইকেট নেন। উইলিয়াম ও’রোর্কে পান দুটি উইকেট।