Search
Close this search box.
Search
Close this search box.

শাস্তি কমানোর আবেদন সাকিবের, সহসা সিদ্ধান্ত আসছে না

sakib-new_64238
সাকিব আল হাসান (ফাইল ফটো)

বেশ ক’দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আলোচনার প্রধান বিষয় হয়ে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বড় শাস্তি পাবার পর সেটা কমাতে তিনি কোন আবেদন করবেন কিনা সে নিয়েও চলছিল জল্পনাকল্পনা। অবশেষে বিসিবির কাছে শাস্তি লঘু করার জন্য আবেদন জানিয়েছেন সাকিব। রবিবার দুপুরে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে আবেদনপত্র জমা দেন তিনি। দুপুর দেড়টারদিকে স্টেডিয়াম ত্যাগের আগে আবেদনপত্রের লিখিত বক্তব্য সাংবাদিকদের পড়ে শোনান সাকিব।

শাস্তি কমানোর আশ্বাস পেয়েই আপিল করেছেন সাকিব- এমন খবরে মিরপুরের বিসিবি কার্যালয় সরগরম থাকলেও বিষয়টি আদৌ তেমন নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক প্রভাবশালী পরিচালক। ওই কর্মকর্তা বলেন, ‘সাকিব শাস্তিকমানোর আবেদন করেছে এখন বোর্ড সেটা বিবেচনা করবে। সাকিবের আচরণের কতটাপরিবর্তন হয়েছে সেটাও দেখার বিষয়।’ খুব সহসা বিসিবির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। অন্তত ঈদের আগে কোন বার্তা আসছে বলেই আভাস দিয়েছেন বিসিবি পরিচালক।

chardike-ad

বিসিবি প্রদত্ত শাস্তি অনুযায়ী আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর ও অক্টোবরে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে খেলা হবেনা সাকিবের। গুঞ্জন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের পারফরম্যান্সের উপর অনেখানিি নির্ভর করছে সাকিবের ভাগ্য । ক্যারিবিয়ান সফরে মুশফিকুর রহীমের দল ভালো করলে সাকিবের শাস্তি বহাল থাকার সম্ভাবনা বাড়বে। মুশফিকদের ফল খারাপ হলে জিম্বাবুয়ে সিরিজেই মাঠে ফেরানো হতে পারে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।