মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয়

 

chardike-ad

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চ ছড়ালো। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘাম ছুটলো রিয়াল মাদ্রিদের। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দেখায় টানা তিন ম্যাচ ড্র হওয়ার পর অবশেষে জয়ের দেখা পাওয়া গেলো। অ্যাটলেটিকোকে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হারালো রিয়াল।

রিয়ালের ব্রাহিম দিয়াজ দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন। তার আগে রদ্রিগোর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও জুলিয়ান আলভারেজ সমতা ফেরান। তাতে মাদ্রিদ ডার্বিতে টানা চতুর্থ ড্রয়ের ইঙ্গিত মিলেছিল।

এক বছরেরও বেশি সময় পর রিয়াল অ্যাটলেটিকোকে হারালো। আগের চারবারের দেখায় তারা একটি হারের পর টানা তিন ম্যাচে ড্র করেছিল।

বার্নাব্যুতে রিয়াল শুরুতেই গ্যালারি কাঁপায়। কিক অফের চার মিনিট পর রদ্রিগো গোলমুখ খোলেন। অ্যাটলেটিকো হাল ছাড়েনি। ৩২তম মিনিটে চমৎকার স্ট্রাইকে আলভারেজ সমতা ফেরান।

রিয়াল পার্থক্য গড়ে দেয় ৫৫তম মিনিটে। অ্যাটলেটিকোর বক্সে জটলার মধ্যে থেকে অল্প জায়গা তৈরি করেন দিয়াজ। তারপর নিচু শটে জান ওবলাকের দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোল প্রচেষ্টা নস্যাৎ করে ব্যবধান আর বাড়তে দেয়নি অ্যাটলেটিকো।

জিতলেও আগামী সপ্তাহে ওয়ান্দা মেত্রোপলিতানোতে ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে রিয়ালকে।