হলিউড অভিনেতা ভ্যাল কিলমার গতকাল মঙ্গলবার মারা গেছেন। জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি।
তার মেয়ে মার্সেডিস কিলমার জানান, তার মৃত্যুর কারণ নিউমোনিয়া। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর। তিনি আরও জানান, ২০১৪ সালে কিলমারের গলায় ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি সুস্থ হয়ে উঠছিলেন।
লম্বা ও রকস্টারদের মতো আকর্ষণীয় চেহারার কিলমার বেশ কয়েকবার রকস্টারের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তখন মনে করা হতো, তিনি ব্লকবাস্টার ছবি উপহার দিতেই জন্মেছিলেন।
১৯৮৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ভ্যাল কিলমারের।
তিনি ১৯৯১ সালে অলিভার স্টোনের দ্য ডোর্স চলচ্চিত্রে জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন। তার স্টাইল দিয়েই তিনি অত্যন্ত চমৎকারভাবে জিম মরিসনকে ফুটিয়ে তুলেছিলেন।
কিলমার ১৯৯২ সালে থান্ডারহার্ট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। সেখানে তিনি সাউথ ডাকোটার একটি আদিবাসী আবাসনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এক নবীন এফবিআই গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন।
তিনি ১৯৯৭ সালে দ্য সেইন্ট চলচ্চিত্রেও প্রধান চরিত্রে অভিনয় করেন।
তবে সবচেয়ে বেশি তারকাখ্যাতি পান ১৯৯৫ সালে ব্যাটম্যান ফরএভার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সেখানে তিনি গথাম সিটিতে টু-ফেস (টমি লি জোন্স) এবং দ্য রিডলার (জিম ক্যারি)-এর বিরুদ্ধে লড়াই করেন। যদিও কিলমার অভিনীত চলচ্চিত্রটি ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির সেরা চলচ্চিত্র ছিল না।
পরে এক দশকেরও বেশি সময় হলিউডে অনুপস্থিত ছিলেন কিলমার। ২০১২ সালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন তিনি।
তিনি জানান, তার অন্যান্য আগ্রহ ছিল এবং তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘আমার কোনো আফসোস নেই। কারণ একটি কথা প্রচলিত আছে এবং তা অনেকটাই সত্য। তা হলো, আপনি একবার তারকা হলে, আপনি সবসময় তারকাই থাকবেন। শুধু স্তরটা ভিন্ন হতে পারে।’