cosmetics-ad

আমেরিকাকে উত্তর কোরিয়ার হুমকি

কিম জং উনকে হত্যার গল্প নিয়ে সিনেমা তৈরীকে কেন্দ্র করে আমেরিকাকে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন যদি সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয় ভয়ংকর পদক্ষেপের কথা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ ছবিটি মুক্তি না দেয়ার দাবি জানিয়েছে।

The-Interview-670x248

পাইনঅ্যাপেল এক্সপ্রেস তারকা সেথ রোজেন ও জেমস ফ্রাঙ্কোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এ হুমকি অবশ্য তাদের নতুন ছবি দ্য ইন্টারভিউর কারণেই। কারণ এ ছবিতে  সেথ রোজেন ও জেমস ফ্রাঙ্কো অভিনয় করেছেন টিভি টকশোর অতিথি ও প্রযোজক হিসেবে। তারা  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাক্ষাত্কার নেবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের দায়িত্ব দিয়েছে কিম জংকে হত্যার। ছবির এ গল্পে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়ার গণমাধ্যম।