প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা জানান।
ড. ওয়াহিদ উদ্দিন বলেন, ‘উনি (ইউনূস) তো চলে যাবেন, বলেননি। উনি বলেছেন, আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব—এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
একনেক বৈঠকের পর দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টাদের সঙ্গে আলাদা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। ১৯ জন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন।
তবে জরুরি কাজ থাকায় দুপুর ২টা নাগাদ বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার ও জুলাই মাসের ঘোষণার বিষয়ে আলোচনা চলছে, এবং বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।