ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করে এরই মধ্যে ২৬ জনের দল ঘোষণা করেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার-রদ্রিগোদের মতো তারকারা। মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আনচেলত্তি।
এখন ইতালিয়ান এই কোচকে ঘোষিত ২৬ জনের স্কোয়াড থেকেই বেছে নিতে হবে পছন্দের একাদশ। সেই একাদশ কেমন হতে পারে, সেই সম্ভাব্য তালিকাটি সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। একনজরে দেখে নেওয়া যাক, কারা থাকতে পারেন আনচেলত্তির প্রথম একাদশে।
গোলরক্ষক:
গোলরক্ষক হিসেবে আলিসনের থাকাটা অনেকটাই নিশ্চিত। এদেরসন স্কোয়াডে থাকলেও এই মুহূর্তে আলিসন অনবদ্য ফুটবল খেলছেন। সম্প্রতি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগও। সব মিলিয়ে এই পজিশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দেখা যাবে আলিসনকে।
ডিফেন্ডার:
মারকিনিওস এবার পিএসজির হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন। ঘরোয়া ডাবল জয়ের পর এখন অপেক্ষায় আছেন চ্যাম্পিয়নস লিগ জয়েরও। আর মাত্র একটি বাধা পেরোলেই ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জুটবে তাঁর। মারকিনিওসের পিএসজি সতীর্থ লুকাস বেরালদোকে ব্রাজিল দলেও তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে। শুরুর একাদশে অন্য ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন ফ্ল্যামেঙ্গোর লুইস ওরতিজ।
ফুলব্যাক:
ডানপাশে মোনাকোতে খেলা ভ্যান্ডারসন এবং বাঁ পাশে ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে থাকা কার্লোস আগুস্তোকে খেলাতে পারেন আনচেলত্তি। তবে ম্যাচ পরিস্থিতি বুঝে ভ্যান্ডারসনের বদলি হিসেবে দেখা যেতে পারে ফ্ল্যামেঙ্গোর ওয়েসলিকে।
মিডফিল্ডার:
আনচেলত্তির আস্থা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্তমান ছন্দের কারণে দীর্ঘদিন পর ব্রাজিলের মিডফিল্ডে দেখা যেতে পারে কাসেমিরোকে। তাঁর সঙ্গে হয়তো জুটি বাঁধবেন নিউক্যাসলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। ফলে তাঁকে পরিকল্পনার বাইরে রেখেই একাদশ সাজাতে হবে আনচেলত্তিকে।
ফরোয়ার্ড:
প্রথম ম্যাচে তো বটেই, নিজের দায়িত্বকালীন সময়ের পুরোটাতেই ভিনিসিয়ুসকেই নিজের আক্রমণভাগের কেন্দ্রে রাখবেন আনচেলত্তি। তাঁর সঙ্গে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন রিয়াল বেতিসে নিজেকে নতুন করে আবিষ্কার করা আন্তনি। আর স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে রিচার্লিসনকে।
টটেনহাম স্ট্রাইকারের বদলি হিসেবে নামতে পারেন মাতেউস কুনিয়াকে। দুজনের কেউই যদিও সেন্টার ফরোয়ার্ড পজিশনে নিয়মিত মুখ নন। কিন্তু তাঁরা জানেন এই পজিশনে কীভাবে খেলতে হয়। আনচেলত্তিও দুজনকে এই বিকল্প পজিশনে বাজিয়ে দেখতে চাইবেন।
আনচেলত্তির প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন (গোলরক্ষক), মারকিনিওস, লুকাস বেরালদো, লুইস ওরতিজ, কার্লোস আগুস্তো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গারসন, ভিনিসিয়ুস, আন্তনি ও রিচার্লিসন।