শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার বিনোদন ১ জুন ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
শেয়ার

‘২০১৮-২৪ নির্বাচনে অনিয়ম দেখেছি, অংশও ছিলাম’


'২০১৮-২৪ নির্বাচনে অনিয়ম দেখেছি, অংশও ছিলাম'

নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজেই জানালেন, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি ‘কারসাজির সাক্ষী’ ছিলেন, এমনকি ‘অংশ’ও ছিলেন।

রোববার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, ‘আমি নিজে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দুর্নীতি ও কারসাজির সাক্ষী ছিলাম। সত্যি বলতে, এর অংশও ছিলাম। কারণ আমি তখন প্রচারণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম।’

তিনি বলেন, ক্ষমতাসীন দল কীভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তা তিনি কাছ থেকে দেখেছেন। তার ভাষায়, ‘এটা ছিল অন্যায্য, অনৈতিক। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের আস্থা নষ্ট হয়েছে, আর ভবিষ্যতের ওপর পড়েছে স্থায়ী ছাপ।’

নতুন সরকারের প্রতি সরাসরি বার্তাও রেখেছেন এই অভিনেত্রী। ‘এইবার আমি আন্তরিকভাবে আশা করি, সরকার নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার ভিত্তিতে ভিন্ন পথ বেছে নেবে। একটি সুষ্ঠু নির্বাচন শুধু জনগণের দাবি নয়—এটি দেশের জন্য একটি উপহার হতে পারে।’

শেষে বাঁধন লেখেন, ‘আমরা স্বচ্ছতা প্রাপ্য, জবাবদিহিতা প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য যা সত্য দিয়ে গঠিত, কারসাজি দিয়ে নয়।’