শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

‘ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা করতেও পারি, না-ও করতে পারি’


হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যোগ দেবে কি না, তা তিনি বিবেচনা করছেন। একই সঙ্গে জানান, তেহরান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার প্রস্তাব দিয়েছে। খবর বিবিসির।

ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুধবার বলেছেন, ‘আমি তা বলতে পারি না।’ পরে আবার তিনি বলেন, ‘আমি করতেও পারি, না-ও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই’।

ট্রাম্প বলেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। তবে এটা কঠিন। আমি নিশ্চিত নই যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

হোয়াইট হাউসে এদিন নতুন পতাকাদণ্ড স্থাপন দেখতে দেখতে ট্রাম্প আরো বলেন, ইরানকে নিয়ে তার ধৈর্য ‘ইতিমধ্যে শেষ হয়ে গেছে’ এবং তিনি ইসলামী প্রজাতন্ত্রের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবি পুনরায় ব্যক্ত করেন।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চাপের মুখে কারও কাছে আত্মসমর্পণ করবে না তার দেশ ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও।