রবিবার । জুলাই ১৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট খেলা ১৯ জুন ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

আল-হিলালের বিপক্ষে জিততে পারল না রিয়াল মাদ্রিদ



রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভের্দে পেনাল্টি মিস করায় হতাশায় মাঠ ছাড়ে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা। প্রথম আধা ঘণ্টায় আল-হিলালের প্রবল আক্রমণ সামলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। যদিও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বুধবার কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা রেয়ালকে ১-১ গোলে রুখে দিয়েছে আল-হিলাল। শেষ দিকে জয়ের সুবর্ণ সুযোগ পায় দলটি; কিন্তু হতাশা নিয়ে আসে পেনাল্টি মিস।

দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গন্সালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রুবেন নেভেস। শেষ দিকে ভালভের্দের পেনাল্টি আটকে দলকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন মরক্বান গোলরক্ষক ইয়াসিন বোনো।

প্রবল চাপে ঘর সামলাতেই হিমশিম খাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তেমন কোনো আক্রমণই শাণাতে পারছিলেন না ভিনিসিউস-রদ্রিগোরা।

প্রথমার্ধের কুলিং ব্রেকের পর অবশ্য তাদের মধ্যে সতেজতার ভাব ফেরে। পুনরায় খেলা শুরুর পরপরই ৩২তম মিনিটে দারুণ এক আক্রমণ শাণায় তারা, রদ্রিগোর দূরপাল্লার শটটি ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রেয়াল। রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে প্রথম ছোঁয়ায় দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া।
পাল্টা আঘাত হানতে খুব বেশি সময় নেয়নি আল-হিলাল। তাদের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস।

বিরতির আগে আরেক দফা বেঁচে যায় রেয়াল। সালেম আল দাওসারির বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আসেন্সিওর বদলি নেমে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন আর্দা গিলের, তবে তার শট ক্রসবারে বাধা পায়। পরক্ষণেই গন্সালো গার্সিয়ার কাছ থেকে হেড গোললাইনে ঠেকিয়ে দেন ইয়াসিন বোনো।

প্রথমার্ধে কোণঠাসা রিয়াল বাকি সময়ে পরিষ্কারভাবেই আধিপত্য করে। গোলের জন্য অনেক শটও নেয় তারা, যদিও প্রতিপক্ষ গোলরক্ষককে খুব বেশি বেকায়দায় ফেলতে পারেনি তারা।

৮৭তম মিনিটে আল হিলালের ডি-বক্সে ফ্রান গার্সিয়া ফাউলের শিকার হলে, অনেকক্ষণ ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিউস-রদ্রিগো-বেলিংহ্যামদের আগেভাবে কোচ তুলে নেওয়ায়, পেনাল্টি নিতে আসেন ভালভের্দে; তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন বোনো।