বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট রাজধানী ১৯ জুন ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শেয়ার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম আটক


সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে শামসুল আলমকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার আরও জানান, সাবেক প্রতিমন্ত্রীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।