
বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের বিয়ার শেভা শহরে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেজন্য তাদের চরম মূল্য দিতে হবে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন।
ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের বিয়ার শেভা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় সেখানকার একটি হাসপাতালও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও ইরান বলেছে, হাসপাতালে হামলার কোনো ঘটনা ঘটেনি। হাসপাতালের পাশে অবস্থিত একটি “সংবেদনশীল” স্থাপনায় হামলা করা হয়েছে। হাসপতালের সামান্য যে ক্ষতি হয়েছে তা বিস্ফোরণের তরঙ্গের ফলে হয়েছে।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ‘আজ সকালে, বিয়ার শেভার সোরোকা হাসপাতালে এবং দেশের কেন্দ্রের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তেহরানকে এর জন্য চরম মূল্য দিতে বাধ্য করব।’