ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ২-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটও পেয়ে গেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের ১৮তম মিনিটে কেইন ১০ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে সমতা ফেরান বোকার মিগুয়েল মেরেনতিয়েল।
শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে আবারও সামনে আসেন কেইন। এবার তিনি বল বাড়ান প্রাক্তন ক্রিস্টাল প্যালেস উইঙ্গার মাইকেল অলিসের কাছে, যিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচের ফল নির্ধারণ করে দেন।
ম্যাচ দেখতে উপস্থিত ৬৩,৫৮৭ দর্শকের সামনে শুরু থেকেই মাঝমাঠে আধিপত্য দেখাতে শুরু করে বায়ার্ন। জোশুয়া কিমিচ ও লিওন গোরেৎসকা খেলেন নিয়ন্ত্রিত ফুটবল, আর ফরোয়ার্ডরা আতঙ্ক ছড়ায় বোকার রক্ষণভাগে।