বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে মার্কিন হামলা ‌‘বর্বর ও বিশ্বাসঘাতকতাপূর্ণ’: হিজবুল্লাহ


ইরানে মার্কিন হামলা ‌‘বর্বর ও বিশ্বাসঘাতকতাপূর্ণ’: হিজবুল্লাহ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো মার্কিন হামলাকে “বর্বর ও বিশ্বাসঘাতকতা পূর্ণ” আখ্যা দিয়ে এর কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে বলেছে, এই “অপরিকল্পিত” হামলা যদি বন্ধ না করা হয়, তবে তা গোটা অঞ্চল এবং বিশ্বকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

তারা আরও বলেছে, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যর্থতা ঢাকতে চাইছে, যারা ইরানের পাল্টা আক্রমন থামাতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “এই হামলার পর ইরানের পূর্ণ অধিকার রয়েছে তার ভূখণ্ড, জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিক্রিয়া দেখানোর।”