
ম্যাচে একটি গোল করেছেন আর্জেন্টাইন উইঙ্গার ক্লদিও এচেভেরি।
রোববার রাতে আটলান্টায় হওয়া এই ম্যাচে জোড়া গোল করেছেন ইল্কায় গুন্দোয়ান, পেনাল্টি থেকে একটি গোল করেছেন আর্লিং হালান্ড। বাকি তিন গোল করেছেন ক্লদিও এচেভেরি, অস্কার বব এবং রায়ান চেরকি।
আগের ম্যাচে মরক্কোর উইদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর পুরোপুরি নতুন একাদশ নিয়ে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি, আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে তারা পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায়।
ম্যাচে বল দখলে সিটি এগিয়ে ছিল ৭৪ শতাংশ, শট নিয়েছে ২১টি, যেখানে আল আইন করতে পেরেছে মাত্র ৫টি। সিটির হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন হালান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৩২তম গোল।
এ জয়ের ফলে গ্রুপ জি থেকে জুভেন্টাসের সঙ্গে একসঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার।