
কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পাল্টা জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই হামলা।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে “বিজয়ের সুসংবাদ” (Annunciation of Victory)।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয়, কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। টেলিভিশনের স্ক্রিনে প্রদর্শিত ক্যাপশনে এই হামলাকে “আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ও সফল প্রতিক্রিয়া” হিসেবে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে বাজানো হয় যুদ্ধের সুরে সংগীত।
এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বাহিনী পরিচালিত আইন আল-আসাদ ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা।
এই হামলাগুলো এমন এক সময়ে চালানো হয় যখন ইরানের হুমকির প্রেক্ষিতে কাতার আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।
এদিকে হামলার ঠিক আগমুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন: ‘আমরা যুদ্ধ শুরু করিনি, যুদ্ধ চাইও না। কিন্তু মহান ইরানের ওপর আক্রমণের জবাব না দিয়ে আমরা বসে থাকব না।’









































