কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনার প্রেক্ষিতে এবার নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলো কুয়েত। এর আগে বাহরাইনও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।
স্থানীয় সময় সোমবার রাতের শেষদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ইরান কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েত এই সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।