২০০০ সালের ২৬ জুন আইসিসির কাছ থেকে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। সেই ঐতিহাসিক ঘটনার ২৫ বছর পূর্ণ হলো আজ, বৃহস্পতিবার (২৬ জুন)। দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয় রজতজয়ন্তীর অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশের অভিষেক টেস্ট দলের ক্রিকেটারদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর তাদের সম্মানে কাটা হয় ২৫ পাউন্ড ওজনের একটি কেক। ক্রীড়া উপদেষ্টা নিজ হাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দেন।
২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ম দেশ হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকায় নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা।
এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ আয়োজন করেছে। “বাংলাদেশ: সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট” স্লোগানে বিভাগীয় শহরগুলোতে ইতিমধ্যে নানা আয়োজন করা হয়েছে, আর মূল অনুষ্ঠানটি হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর আয়োজন করা হয় অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতা।
টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বিসিবির নতুন সবাপতি আমিনুল ইসলাম। তিনি জানালেন, আগামীতে ৫০ বছর, ১০০ বছর পূর্তিতে আমরা থাকব কি না জানি না, কিন্তু ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। ভবিষ্যতে যেন আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারি।
বাংলাদেশের প্রথম টেস্ট একাদশে ছিলেন শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল সাহারিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রঞ্জন দাস।





































