বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৭ জুন ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
শেয়ার

শেষ ষোলোয় জুভেন্টাসকে পেল রিয়াল, সিটির প্রতিপক্ষ আল-হিলাল


অঘটন, রোমাঞ্চ, আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ৩২ দল নিয়ে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ১৬টি দল। আগামী শনিবার থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই, যেখানে দেখা মিলবে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচের।

রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেরি আ জায়ান্ট য়্যুভেন্তুসকে। লিওনেল মেসির ইন্টার মায়ামি লড়বে পিএসজির বিপক্ষে। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মেসির মাঠে নামা নিয়ে আছে সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ।

এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলালের সঙ্গে। চমক দেখানো ফ্লামেঙ্গো লড়বে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর দুই ইউরোপিয়ান ক্লাব চেলসি বেনফিকা ম্যাচের দিকেও নজর থাকবে সমর্থকদের।

ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ‘এইচ’ গ্রুপে রেডবুল সলজবুর্গকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা জার্মান ক্লাবটিকে হারিয়েছে ৩-০ গোলে। জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে। সেখানে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

অপর ম্যাচগুলোতে ২-০ গোলে জিতেছে আল-হিলাল। তারা হারিয়েছে পাচুকাকে। সৌদি আরবের আল-আইন ২-১ গোলে হারিয়েছে ওয়াইদ এসিকে।

শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে?

য়্যুভেন্তুস-রিয়াল মাদ্রিদ

চেলসি-বেনফিকা

পিএসজি-ইন্টার মায়ামি

বোতাফোগো-পালমেইরাস

ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ

ফ্লুমিনেন্স-ইন্টার মিলান

ম্যানচেস্টার সিটি-আল হিলাল

মন্তেরে-বরুশিয়া ডর্টমুন্ড