পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এ দফায়ও পাবেন বড় অঙ্কের বেতন–ভাতা।
সাধারণত খেলোয়াড় ও ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে, কোনো পক্ষই প্রকাশ করে না। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তা অনেক ক্ষেত্রেই সামনে চলে আসে। এবার যেমন রোনালদোর নতুন চুক্তির বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান।
চুক্তির শর্ত অনুযায়ী, রোনালদো পেতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক।
তার বাৎসরিক আয় হবে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার কোটি টাকারও বেশি। অর্থাৎ—প্রতি মাসে রোনালদোর আয় ৩৩.৪ মিলিয়ন, প্রতি সপ্তাহে ৭.৬ মিলিয়ন, প্রতিদিনে ১.১ মিলিয়ন, প্রতি ঘণ্টায় ৪৬,৩০০, প্রতি মিনিটে ৭৭২ ইউরো এবং প্রতি সেকেন্ডে ১৩ ইউরো।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদি ক্লাবটিতে যোগ দেন রোনালদো। তখন থেকেই শুরু হয় সৌদি ফুটবলের নতুন এক যুগ।
তবে সাম্প্রতিক সময়েও গুঞ্জন উঠেছিল, চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্লাব ছাড়বেন রোনালদো। গত মৌসুম শেষে এক পোস্টে লিখেছিলেন, ‘চ্যাপ্টার ওভার’ — যেটা ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে সব গুঞ্জনার ইতি টেনে শুক্রবার (২৭ জুন) এক্স (সাবেক টুইটার)-এ রোনালদো লেখেন, ‘নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই স্বপ্ন, একই আবেগ।আসুন একসাথে ইতিহাস গড়ি।’
রোনালদোর নেতৃত্বে আল নাসর এখনো পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে না পারলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন দুর্দান্ত। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ৩৫ গোল, টানা দ্বিতীয়বারের মতো হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা।










































