শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৮ জুন ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

কলম্বো টেস্ট: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ


bd-sriইনিংস হারের শঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে লিটন কুমার দাস ক্রিজে থাকায় কিছুটা আশা জিইয়ে ছিল সফরকারীদের। সে আশার বাতি নিভে যায় এই উইকেটরক্ষক ব্যাটার চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেলে। পরের ব্যাটাররা অতিমানবীয় কিছু করতে না পারায় তাই আর শ্রীলঙ্কাকে ফের ব্যাটিংয়ে নামানো যায়নি। কলম্বো টেস্টে বাংলাদেশের সঙ্গী হয়েছে ইনিংস ও ৭৮ রানের হার।

প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অতিথিরা। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১১৫ রান। লিটন ১৩ রানে অপরাজিত ছিলেন। এদিন আর মাত্র ১ রান করে প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হন লিটন। বাংলাদেশের জন্য তখন ইনিংস হার অবধারিত হয়ে যায়। এরপর নাইম হাসান ৫ এবং তাইজুল ইসলাম ও এবাদত হোসেন সমান ৬ রান করে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ১৩৩ রানে।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার পর শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামাতে চাইলে দায়িত্ব নিয়ে খেলতে হতো বাংলাদেশের টপঅর্ডারদের। সে জায়গায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তরা। মিডলঅর্ডারে মুশফিকুর রহিম, লিটনরাও ঘুরে দাঁড়াতে পারেননি। ফলশ্রুতিতে ইনিংস হারের লজ্জা নিয়ে কলম্বো টেস্ট শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অল্পতেই গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেছেন জয়সুরিয়া। ৫৬ রানে ৫ উইকেট নেন এই স্পিনার। এছাড়া ডি সিলভা ও থারিন্ডু রত্নায়েকের নেন দুটি করে উইকেট।

দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে হারল ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।