সদ্য শেষ হওয়া জুন মাসের ২৯ দিনে দেশে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রায় প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকায়)। প্রতিদিন গড়ে দেশের প্রবাসী আয় থেকেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত জুনের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.১০ শতাংশ।
উল্লেখ্য, গত অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড— ৩০ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা প্রায় ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ টাকা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের পরিসংখ্যান।