Search
Close this search box.
Search
Close this search box.

কারখানাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বাংলাদেশি আহত

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ার খিয়ংগিদো ইউংইন (용인시)  শহরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সংগঠিত ওই আগ্নিকান্ডের ঘটনায় আহত দুইজন বাংলাদেশি সুমন এবং মিঠুন এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যজন পার্থ সাহাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওই কারখানায় কর্মরত নূরে আলম জিকো জানান বুধবার সন্ধ্যা ৮টার দিকে কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। দুইতলায় থাকা কর্মীরা কিছু বুঝে উঠার আগেই সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ফলে দুইতলায় থাকা কর্মীদের কমবেশি সবাই লাফ দিতে গিয়ে আহত হয়েছেন। চিকিৎসাধীন দুইজন বাংলাদেশিকে ইউংইন সউল হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে কতদিন পর্যন্ত হাসপাতালে থাকতে হবে ডাক্তার এখনো তা জানাননি।
উ ইয়োং নামের ওই কারখানায় ৬ বাংলাদেশি ছাড়াও আরো ১৫জন বিদেশি কর্মী কাজ করেন। কারখানা পুরোপুরি ভস্মীভুত হওয়ায় এসব কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে। কোম্পানীর মালিক কর্মীদের আশ্বাস দিয়েছেন একটি সম্মানজনক সমাধান দেওয়ার। শুক্রবার কর্মীদের সাথে মিটিংযের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশি কর্মী নূরে আলম জিকো আরো জানান কারখানার এখন যে অবস্থা তাতে আমাদের এখানে আর কাজ করা সম্ভব নয়। এই কারখানা ঠিক করতে প্রায় ৬ মাসের বেশি সময় লেগে যাবে। তাই বিদেশি সব কর্মীদের একটাই দাবি সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে যেন তাদেরকে রিলিজ লেটার দিয়ে দেওয়া হয়। আর আহতদের সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠা পর্যন্ত কোম্পানী যেন তাদের দায়িত্ব নেয়।