
দিয়োগো জোতার আকস্মিক প্রয়াণে স্তব্ধ পুরো ফুটবল দুনিয়া। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুলের এই পর্তুগিজ তারকার মৃত্যু মানতেই পারছেন না তার ভক্তরা।
জোতার ক্লাব লিভারপুল তাদের তারকা ফুটবলারের স্মরণে এক অভিনব সিদ্ধান্তের কথা জানিয়েছে। অলরেডদের ২০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতেন জোতা। লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, চিরদিনের জন্য ২০ নম্বর জার্সি তুলে রাখবে তারা। ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে ২০ নম্বর জার্সিতেই প্রিমিয়ার লিগ জিতেছেন জোতা। পর্তুগালের হয়ে পেয়েছেন উয়েফা নেশন্স লিগের স্বাদ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দলে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি খালি রাখা যায় না। তবে উয়েফার রুলস বুকে এমন নিয়ম নেই। তাই ক্লাবগুলো চাইলে জার্সি তুলে রাখতে পারে। করতে পারে সংরক্ষন। লিভারপুলও তাই জোতাকে সম্মান জানাতে সেই সুযোগ নিলো।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামরোয় এক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের এই তারকা ফুটবলার। ২৮ বছর বয়সী এই তারকার সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। মারা যান তিনিও।









































