বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ২৪


usa-floodভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে শুক্রবার (৪ জুলাই) আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় ২০ জন মেয়েশিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বা ৮ মিটার পর্যন্ত বেড়ে যায়। তিনি এই বন্যাকে ধ্বংসাত্বক হিসেবে উল্লেখ করেছেন।

গার্ডিয়ান বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। কার কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বন্যায় ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের বলেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। গুয়াদালুপে নদীর পানি খুব দ্রুত বিপৎসীমার ওপরে চলে যায়।