রবিবার । জুলাই ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ জুলাই ২০২৫, ২:১৫ অপরাহ্ন
শেয়ার

বিতর্ক ও সমালোচনা সঙ্গে নিয়ে ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইনে পরিণত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাক্ষরিত বিতর্কিত বাজেট ও কর বিলটিকে আইন হিসেবে কার্যকর করেছেন। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামের এই আইনটি ট্রাম্পের শীর্ষ নীতিগত অগ্রাধিকারগুলোর বাস্তবায়নে দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টার ফল।

বিলটিকে ঘিরে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের মধ্যেও ব্যাপক বিতর্ক দেখা গেছে। এতে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে বড় রকমের কাটছাঁট এবং বিপুল পরিমাণ কর ছাড় ও ব্যয় অনুমোদনের কারণে জাতীয় ঋণ প্রায় ৩.৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গে মিলিয়ে হোয়াইট হাউসে এক জমকালো অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে ছিল বি-২ স্পিরিট বোমার বিমানের উড়োজাহাজ প্রদর্শনী, যা গত মাসে ইরানে মার্কিন হামলায় ব্যবহৃত হয়েছিল।

হোয়াইট হাউসের ব্যালকনি থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, গত দুই সপ্তাহে জয়, জয় আর জয়! আমি কখনো মানুষকে এত খুশি দেখিনি। তিনি আরও বলেন, আমরা ২০২৪ সালের নির্বাচনে যে ঐতিহাসিক ম্যান্ডেট পেয়েছি, এটি তারই প্রতিফলন। এটি গণতন্ত্রের জন্মদিনে গণতন্ত্রের বিজয়।

বিলটির আওতায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পরিবর্তন, অভিবাসন খাতে বিশাল বরাদ্দসহ রয়েছে নানা দিক। এতে ২০১৭ সালের কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি টিপস ও অতিরিক্ত সময়ের আয়ের উপর কর মওকুফ, যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি কেনার জন্য ঋণের সুদ করছাড় এবং শিশু কর ঋণ বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ইয়েল ইউনিভার্সিটি বাজেট ল্যাব-এর বিশ্লেষণ অনুযায়ী, এই কর ছাড় মূলত ধনী নাগরিকদের বেশি উপকৃত করবে, কারণ একদিকে কর ছাড় দিলেও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় কাটছাঁট করা হয়েছে। এতে আগামী ১০ বছরে ১১.৮ মিলিয়ন মানুষ স্বাস্থ্যবিমা হারাতে পারে।

বিলটি সবুজ জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির উপর দেওয়া কর প্রণোদনাও বাতিল করেছে। পরিবেশবান্ধব জ্বালানির বিপরীতে ট্রাম্প প্রশাসন আবারো জীবাশ্ম জ্বালানি শিল্পের দিকে ঝুঁকছে।

বিলটি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তায় ১৭০ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘ডিটেনশন ও ডিপোর্টেশন’ বিনিয়োগ বলে মনে করছে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট সদস্যরা বিলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। বিল পাস ঠেকাতে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজ রেকর্ড ৮ ঘণ্টা ৪৫ মিনিটের বক্তৃতা দেন। তিনি বলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করি না, আমরা আমেরিকান জনগণের জন্য কাজ করি।

অন্যদিকে, সমালোচনার জবাবে ট্রাম্প বলেছেন, ওরা বলছে আমরা দেশের ক্ষতি করছি, সবাই মারা যাবে। আসলে ঠিক উল্টোটা—সবাই বাঁচবে। এই বিল আমাদের অর্থনীতিকে রকেটের মতো উড়িয়ে নিয়ে যাবে।