Search
Close this search box.
Search
Close this search box.

ইবোলা সংকট তীব্র হওয়ায় লাইবেরিয়ায় কারফিউ জারি

লাইবেরিয়ার প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ বুধবার থেকে সান্ধ্যকালীন কারফিউ জারি করেছেন এবং পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি প্রতিরোধের লক্ষে আক্রান্ত দুই পার্শ্ববর্তী এলাকা তীক্ষ্ণ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার রাতে রেডিওতে ভাষণদানকালে সারলিফ বলেন, ‘২০ আগস্ট রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেখানে কারফিউ বলবৎ থাকবে।’

chardike-ad

ebola_virus_photoতিনি সকল বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেন এবং সন্ধ্যা ৬টার মধ্যে সকাল ভিডিও সেন্টার বন্ধ করে দেয়ার কথাও বলেন।

নতুন করে পর্যবেক্ষণের আওতায় আনা এলাকাগুলোর মধ্যে মনরোভিয়ার ওয়েস্ট পয়েন্টের ঘনবসতি এলাকা রয়েছে।

এর আগে লাইবেরিয়ার তথ্যমন্ত্রী লউইস ব্রাউন নিখোঁজ ১৭ ইবোলা রোগীকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান। তারা শনিবার ওয়েস্ট পয়েন্টের একটি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। ক্লাব মুখী তরুণদের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে ছিল। এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গ্রীষ্ম ম-লীয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন দিনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া এ রোগে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২২৯ জনে দাঁড়ালো।