মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ অগাস্ট ২০১৪, ৮:২১ অপরাহ্ন
শেয়ার

কোহলিকে বিয়ে করার কথা অস্বীকার করলেন আনুশকা


downloadভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করতে যাচ্ছেন বলে প্রকাশিত সংবাদকে অস্বীকার করেছেন বলিউড তারকার প্রতিনিধি। এমন রিপোর্টকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেন আনুশকার প্রতিনিধি।ইতোপুর্বে প্রকাশিত রিপোর্টে বলা হয়, খুব শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইংল্যান্ড সফরে দলের সহ-অধিনায়ক ২৬ বছর বয়সী কোহলি এবং আনুশকাকে একই হোটেলে থাকার অনুমতি দিয়েছে।

কিন্তু বলিউড তারকার প্রতিনিধির দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রকাশিত রিপোর্টের কোন সত্যতা নেই। তার প্রতিনিধি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আনুশকার বিয়ে সম্পর্কে অনেক গল্প লেখা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে অত্যন্ত পরিষ্কারভাবে বলছি- এমন ধরনের খবরের কোন সত্যতা নেই এবং প্রকৃত সত্য না জেনে এমন ধরনের রিপোর্ট না লিখতে আমি আপনাদের কাছে অনুরোধ করছি।’

ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরে তাদের প্রথম একসঙ্গে দেখার পর থেকেই কোহলি এবং আনুশকা সংবাদ শিরোনাম হয়ে আসছেন।