বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ জুলাই ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার

শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি


bangladeshশ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আগামীকাল (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লংকানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৩ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। এটি শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

তৃতীয় ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ— শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। দলটি আত্মবিশ্বাসী এই লক্ষ্য অর্জনে।

দলের ব্যাটার শামীম হোসেন বলেন, “দ্বিতীয় ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। আশা করি, শেষ ম্যাচেও ভালো খেলে সিরিজ জিততে পারব।”

তবে ব্যাটিং এখনও টাইগারদের জন্য ভাবনার কারণ। প্রথম ম্যাচে ব্যাটাররা ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে শামীম হোসেনের ২৬ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস ও ৭৭ রানের জুটি বড় ব্যবধান গড়ে দেয়।

এ ম্যাচের মাধ্যমে শ্রীলংকা সফর শেষ করবে টাইগাররা। এর আগে টেস্ট সিরিজ ১-০ এবং ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।