Search
Close this search box.
Search
Close this search box.

সেন্ট ভিনসেন্ট টেস্টে উইকেটবিহীন দ্বিতীয় দিন

স্কোর

(দ্বিতীয় দিন শেষে) ওয়েস্ট ইন্ডিজ ৪০৭/৩ (ব্রাফেট ২০৫*, চন্দরপল ৫১*; তাইজুল ২/১০৬, শুভাগুত ১/৯৩)

chardike-ad

সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে চড়ার ইঙ্গিতই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৩ উইকেটে ২৬৪ রানের সাথে গতকাল কোন উইকেট না হারিয়েই আরও ১২৩ রান যোগ করেন দুই পরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্রাফেট ও শিবনারায়ণ চন্দরপল। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৪০৭ রান।

দ্বিতীয় দিনে শতরানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকলেন ব্রাফেট ও চন্দরপল। ক্রিকইনফো।
দ্বিতীয় দিনে শতরানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকলেন ব্রাফেট ও চন্দরপল। ক্রিকইনফো।

বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা মাঠেই গড়ায় নি। দ্বিতীয় সেশনের মাঝামাঝি থেকে শুরু হয়ে পুরো দিনে খেলা হয় ৫৬ ওভার। উইকেটের দেখা পেতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যবহার করেন ৭ জন বোলার। কিন্তু একবার কেবল একটি কট বিহাইন্ডের জোরাল আবেদন ছাড়া গোটা দিনে উইকেট পতনের কোন সম্ভাবনাই জাগাতে পারে নি রুবেল, আল-আমিন, তাইজুলরা।

আগের দিনে ২৬৯ বলে তোলা ১২৩ রানের সাথে দ্বিতীয় দিন  ১৭৪ বল মোকাবেলায় আরও ৮২ রান যোগ করে ব্রাফেট পেলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। অপরপ্রান্তে ১৭৭ বল খেলে ক্যারিয়ারের ৬৪তম অর্ধশতক তুলে নেন চন্দরপল।

প্রথম দিনে উইকেটের জন্য শুভাগত হোমের আবেদন। ক্রিকইনফো।
প্রথম দিনে উইকেটের জন্য শুভাগত হোমের আবেদন। ক্রিকইনফো।

এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে গেইলের ৬৪, ব্রাভোর ৬২ রানের সাথে ব্রাফেটের শতরানে ভর করে ৩ উইকেটে ২৬৪ রান নিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে দুই নবাগত তাইজুল ও শুভাগত যথাক্রমে ২টি ও ১টি উইকেট দখল করেন।