Search
Close this search box.
Search
Close this search box.

সহজ জয়ে দ. কোরিয়ার শুভ সূচনা

মালয়শিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস ফুটবলে শুভ সূচনা করেছে দক্ষিণ কোরিয়া। মুনহাক স্টেডিয়ামে রবিবার গ্রুপ-এ’র ম্যাচটি দিয়ে মাঠে গড়িয়েছে ইনছন ইশিয়ান গেমসের ফুটবল আসর। কোরিয়ার পক্ষে রিম ছাং উ, কিম শিন উক ও কিম সং দে একটি করে গোল করেন।

দলের পক্ষে তৃতীয় গোল করার পথে শট নিচ্ছেন কিম ছাং দে। ইয়নহাপ।
দলের পক্ষে তৃতীয় গোল করার পথে শট নিচ্ছেন কিম সং দে। ইয়নহাপ।

খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় মালয়শিয়ান গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন কিম শিন উক। প্রথম গোলটি পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ২৬ মিনিট। কিম জুন সুর কর্নারে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন রিম ছাং উ। ৭৭ মিনিটের মাথায় কিম সং দের নজরকাড়া পাস গোলে পরিণত করে ব্যবধান দ্বিগুণ করেন কিম শিন উক। মিনিট চারেক বাদে ডান পায়ের কুশলী শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ৩-০ করে নেন কিম সং দে।

chardike-ad

দিনের অপর খেলায় লাওসকে ৩-০ গোলে পরাজিত করেছে সৌদি আরব।

এশিয়ান গেমসে এর আগের ষোলটি আসরে দক্ষিণ কোরিয়া তিনটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জয় করে। ১৯৮৬ সালের সিউল এশিয়াডের পর আর সোনা জেতা হয় নি তায়েগুক যোদ্ধাদের। ২৮ বছরের স্বর্ণখরা ঘোচানোর মিশনে আগামী ১৭ ও ২১ সেপ্টেম্বর যথাক্রমে সৌদি আরব ও লাওসের মোকাবেলা করবে স্বাগতিক শিবির।

এদিকে সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।