আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী যে শর্ত ও দাবিগুলো দিয়েছে, সেগুলো নিশ্চিত না করলে দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।’
তিনি জানান, ফেব্রুয়ারি কিংবা এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যা এখনো অনুপস্থিত। এ বিষয়ে ইসি আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
পিআর পদ্ধতি প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, এটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা। ভোটারদের যথাযথ মূল্যায়নের জন্যও এ পদ্ধতি গুরুত্বপূর্ণ। জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। সময়ই উত্তর দেবে। এজন্য আমরা জনমত গঠন করবো।








































