বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েক দিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।’
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফজলুর রহমান বলেন, “আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমার বাসার সামনে মব তৈরি করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার ও পরিবারের নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ করছি—আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।”
এদিকে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে ‘ছাত্র-জনতা’র ব্যানারে একদল যুবক তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে সেনা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে সেনা মোতায়েন রয়েছে।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ভূমিকা নিয়ে ধারাবাহিক সমালোচনা করে আসছেন সাবেক এই সংসদ সদস্য। বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সরব ছিলেন। এসব বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি সম্প্রতি তাঁকে শোকজ করেছে।
এরই মধ্যে দলটি তাঁর শোকজের জবাব দেওয়ার সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছে। বিএনপি সূত্র জানায়, নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল ও অঙ্গসংগঠনের চার হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।








































