বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ অগাস্ট ২০২৫, ৯:২১ অপরাহ্ন
শেয়ার

যারা নির্বাচন বর্জন করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল


Mirza Fakhrul Islam Alamgir

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বর্জন বা বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অবশেষে নির্বাচন কমিশন নির্বাচনের পথে হাঁটল। দেশের সব সমস্যার সমাধান কেবল ভোটের মাধ্যমেই সম্ভব। যে শক্তিই নির্বাচনে অংশগ্রহণ এড়িয়ে যেতে চাইবে কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে, ইতিহাসের বুকে তারা থাকবে না।

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে।

এর আগে গত মে মাসে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচনের সময়সূচি নিয়ে একটি প্রাথমিক ধারণা উঠে আসে। পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।