
টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের স্বৈরাচারের চেয়ে বর্তমান সরকারের স্বৈরাচার আরও ভয়াবহ রূপ নিয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে ‘চব্বিশের আন্দোলনকারীদের’ আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে—এইটা আমরা আশা করিনি।’
কাদের সিদ্দিকী অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের কথা বলার ও মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে। তিনি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
ভাই লতিফ সিদ্দিকীকে আটকের নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকে ‘মবের’ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। তিনি দ্রুত ও সম্মানের সঙ্গে লতিফ সিদ্দিকীর মুক্তি দাবি করেন।
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম নাহলে টাঙ্গাইল হতো না। আমরা রাজনীতি করতে পারতাম না।








































