sentbe-top

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত

soudi expatসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম মো. আলম মিয়া (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মহব্বত আলীর ছেলে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান। আলম মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আলম মিয়ার বাবা মো. মহব্বত আলী বলেন, “মঙ্গলবার দুপুরে সৌদি আরব থেকে আসা এক ফোনের মাধ্যমে এ দুর্ঘটনার খবর পাই। এর আগে গত সোমবার রাতে বাড়ির সবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আলম। আসন্ন কোরবানির ঈদ নিয়ে পারিবারিক কী পরিকল্পনা করা হয়েছে, সে তা জানতে চেয়েছিল।”

আলমের স্ত্রী আঙ্গুরা বেগম জানান, আগামী জানুয়ারিতে একেবারে দেশে ফিরে আসবে বলে তিনি মোবাইল ফোনে জানিয়েছিলেন। দুই ছেলের ছবি বিদেশে পাঠানোর জন্য বলেছিলেন তিনি।

sentbe-top