Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে শ্রমিকদের জন্য ওয়েবসাইট

saudi-site-for-labour

বিদেশি শ্রমিকদের অধিকার সংরক্ষণে ওয়েব পোর্টাল চালু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে। এ ওয়েবসাইটে দেশটির শ্রম আইন এবং শ্রমিকদের অধিকার আদায় সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

chardike-ad

মঙ্গলবার www.laboreducation.gov.sa নামের এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

এতে আরবি এবং ইংরেজি দুই ভাষাতেই বিস্তারিত তথ্য সরবরাহ করা হবে। তবে ইংরেজি ভার্সন এখন নির্মাণাধীন পর্যায়ে আছে।

সৌদি আরবে শিক্ষিত বিদেশি শ্রমিকদের মাঝে আইন এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ সাইটটি চালু করা হয়েছে।

এ ওয়েবসাইটে শ্রম আইন, চুক্তির নিয়ম এবং বেতন, কর্মঘণ্টা, প্রশিক্ষণ, যোগ্যতা, দায়িত্ব, শ্রম অধিকার বাস্তবায়নে কর্মরত সংস্থা, শৃঙ্খলা এবং চাকরি শেষে প্রাপ্য সুবিধাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

এতে অক্ষম শ্রমিক ও মহিলাদের বিশেষ অধিকার সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

সৌদি শ্রম মন্ত্রণালয়ে জানিয়েছে, কোনো বিদেশি শ্রমিক চাইলে মালিক পক্ষের বিরুদ্ধে ওয়েবসাইটটির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানাতে পারবেন।

সূত্রঃ আরব নিউজ