রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় উত্তেজনা দেখা দেয়। এর কয়েক মিনিট পরেই কয়েকজন লোক পেছন দিয়ে এসে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে সামনে ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
এর আগে শুক্রবার রাতে বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।
গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ, আওয়ামী লীগের মতো জাপাও ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের দাবি- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।






































