বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ অগাস্ট ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ


gonoodhikarরাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার পাশাপাশি জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। এ সময় বিভিন্ন জেলায় জাপার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

পটুয়াখালীতে নুরের নিজ এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। গাইবান্ধায় বিক্ষোভ শেষে জাপা কার্যালয়ে হামলা চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে, পরে শহরে জাপার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। দিনাজপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তবে পুলিশের বাধার মুখে জাপা কার্যালয়ের দিকে যেতে না পেরে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এছাড়া নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, টাঙ্গাইল, মাদারীপুর, মৌলভীবাজার, ময়মনসিংহ ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং জাপার কার্যালয়ে হামলা-ভাঙচুর হয়েছে।

এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নুর ও রাশেদ খানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, দাবিগুলো মানা না হলে আরও কঠোর আন্দোলনে নামা হবে।