বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ অগাস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল


Fakhrul

ফাইল ছবি


আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে এখন একটি চক্রান্ত চলছে। ভবিষ্যতের নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটি উগ্রবাদী গোষ্ঠী সক্রিয়। তারা উগ্রবাদের নানা কথা বলে মানুষকে বিভক্ত করতে চাইছে, সমাজে বিভাজন তৈরি করতে চাইছে।”

বিশেষ অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ১৯৭১ সালে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, ক্ষুদ্র বা বৃহৎ জাতিগোষ্ঠী সবাই মিলে যুদ্ধ করেছিলাম ভূখণ্ড, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। আজও সেই ঐক্যই আমাদের দরকার। আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে সব জাতি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব—যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও যোগ করেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে। আর সেই বাংলাদেশ হবে সবার- যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় বলেন, সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।