আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই সনদের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিলো। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে— এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি।
নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে ডা. তাহের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল নতুন পিআর পদ্ধতির পক্ষে। পুরোনো পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পদ্ধতিতে নির্বাচন হলে এসব অনিয়মের অবসান হবে।
তিনি আরও বলেন, যেসব বিষয়ে মতভেদ আছে, সেগুলো মিলেমিশে সমাধান করা উচিত। সবাই মিলে অংশগ্রহণ না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল। তিনি জানান, ওই সনদের অধীনেরই নির্বাচন চায় জামায়াত। রোজার আগে নির্বাচন হলে দলটির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।
এর আগে বিকেল সোয়া ৪টায় জামায়াতের নায়েবে আমির তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে যায়। প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।






































