বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
শেয়ার

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার


saddam-hossen

সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। ছবি : সংগৃহীত

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাভেল গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা ও এনামুল হকের নেতৃত্বে হামলা চালানো হয়।

এতে মামলার বাদী ইয়াসিন আলী মাথায় ও হাতে গুরুতর আঘাত পান এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।