বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন


Tareque Rahman

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় ডা. জাহিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।” তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে বিএনপি অংশ নেবে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে।

সরকারকে উদ্দেশ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করছে।”

তিনি অভিযোগ করেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। একই সঙ্গে তিনি প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে বেআইনি দাবি করে বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগ দিয়ে নয়, জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।